উপজেলা পরিষদ বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায়, শিক্ষা, ক্ষুদ্র ও কুঠির শিল্প এবং মহিলা ও শিশু কল্যাণ খাতের অর্থ দ্বারা শিক্ষা প্রতিষ্ঠান এবং দরিদ্র ও বেকার মহিলাদের মধ্যে "ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর ও সেলাই মেশিন বিতরণের লক্ষ্যে আগামী ১২-০৮-২০১৫ খ্রি: তারিখ বেলা ০২.০০ ঘটিকায় সিলেট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আবুল মাল আবদুল মুহিত, এমপি, অর্থ মন্ত্রণালয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মো: জয়নাল আবেদীন, জেলা প্রশাসক, সিলেট। সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আশফাক আহমদ, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সিলেট সদর, সিলেট। উক্ত অনুষ্ঠানে যথা সময়ে প্রয়োজনীয় বিতরণকৃত জিনিষগুলো সংগ্রহকারীরা উপস্থিত থাকবেন।
মীর মোহাম্মদ মাহবুবুর রহমান
উপজেলা নির্বাহী অফিসার
সিলেট সদর, সিলেট।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস