Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
শুরু হল সিলেট সদর উপজেলার ডিজিটাল মেলা ২০১৪ ইং
বিস্তারিত

সিলেট সদর উপজেলার আয়োজনে গতকাল ২৩শে জুন, ২০১৪ ইং শুরু হয়েছে ডিজিটাল মেলা ২০১৪ ইং। মেলার উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাজ্জাদুল হাসান, মাননীয় বিভাগীয় কমিশনার, সিলেট। বিশেষ অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন জনাব শহীদুল ইসলাম, জেলা প্রশাসক, সিলেট এবং সিলেট সদর উপজেলার চেয়ারম্যান জনাব আশফাক আহমদ। অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জনাব রাশেদ ইকবাল । অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

মেলায় উপজেলাধীন ইউআইএসসি এবং বিভিন্ন সরকারী বেসরকারী মোট ১৭ টি স্টল রয়েছে যেখানে বিভিন্ন সেবাসমূহ প্রদর্শন করা হচ্ছে। এছাড়া এতে মাধ্যমিক এবং প্রাাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য কুইজ কনটেস্টের আয়োজন করা হয়েছে।

দুদিন ব্যাপী এ মেলার যবনিকা ঘটবে ২৪শে জুন, মঙ্গলবার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে।

(ইউসুফ আলম, উদ্যোক্তা, হাটেখোলা ইউআইএসসি)

ছবি
ডাউনলোড